Sunday, December 8, 2019

পশু কুরবানি করার সময় সতর্ক থাকুন!


কুরবানির সময় ভুল করে হত্যা করে পশু কুরবানী করছেন না তো?
একটি ছোট্ট ভুলে বাতিল হয়ে যেতে পারে আপনার কুরবানী।
সকল কুরবানিদাতাদের জন্য অত্যন্ত জরুরি একটি বিষয়ঃ
১০-১৫ মিনিট সময় বাঁচাতে গিয়ে আমাদের করা ছোট্ট একটি ভুলের কারণে সম্পূর্নরূপে বাতিল হয়ে যেতে পারে আমাদের অত্যন্ত যত্নের সাথে আদায়কৃত আল্লাহর মহান হুকুম কুরবানি!
পশু জবেহ সম্পন্ন হবার পর একটি ছোট তীক্ষ্ণ ছুড়ি দিয়ে জবেহের স্থানে খোঁচা দেয়ার একটা সিস্টেমের সাথে আমরা কমবেশি প্রায় সবাই পরিচিত, আমাদের অনেকেরই ধারণা এই কাজটার মাধ্যমে পশু দ্রুত মারা যায় এবং কষ্ট কম পায়।
এই ছোট্ট একটা ভুলই আমাদের কুরবানি বরবাদ করে দেবার জন্য যথেষ্ট!
পশু জবেহ সহীহ হবার শর্ত হলো, পশুর অন্তত মূল তিনটি রগ কেটে দেয়া। আর মূল তিনটি রগ কেটে দিলে, রক্তক্ষরণের স্বাভাবিক ফলস্বরূপ পশুটি খুব দ্রুত মারা যায়।
আমরা একটু অতিরিক্ত তাড়াহুড়ো করতে গিয়ে, পশুটার মেরুদন্ডের ভেতর তীক্ষ্ণ ছুড়ি ঢুকিয়ে "মেরুরজ্জু বা স্পাইনাল কর্ড" বিচ্ছিন্ন করে দ্রুত মেরে ফেলার চেষ্টা করি। স্পাইনাল কর্ড বিচ্ছিন্ন হয়ে গেলে পশুর মস্তিষ্ক দেহ থেকে বিচ্ছিন্ন হয়ে যায় আর এর ফলে পশুটি হার্ট এ্যাটাক করে এবং দ্রুত মারা যায়।
অনেক সময় এভাবে দ্রুত পশুটিকে শান্ত করতে গিয়ে, কুরবানির উদ্দেশ্য ব্যাহত হয় এবং পশুটি জবেহ না হয়ে হত্যা হিসেবে পরিগনিত হয়।
চিকিৎসা বিজ্ঞানের দৃষ্টিতেও এই পন্থা অত্যন্ত গর্হিত এবং বিপদজনক। স্পাইনাল কর্ড কেঁটে গেলে পশুর দেহের মাংশপেশিতেই রক্ত জমাট বেঁধে যায় এবং ফলশ্রুতিতে গোশত দূষিত হয়ে পরে। এই গোশত ভক্ষণে ক্যান্সার, এইচবিএএস, সহ অন্তত ১৮ প্রকার জটিল রোগ সৃষ্টি হতে পারে।
অতএব, কুরবানিদাতা সকলের কাছে বিনীত অনুরোধ থাকবে, ১০-১৫ মিনিট সময় বাঁচাতে গিয়ে দয়া করে আপনার কুরবানিকে বরবাদ হয়ে যাবার সুযোগ দিবেন না।
(সংগৃহীত)

ভালো থাকুন | School of Awareness

No comments:

Post a Comment