আমি নিজের লাইফে রংপুর শহরে দুইটি ছাত্রাবাস দেখেছি যেগুলোর নাম ছিল "আল্লাহর দান" ছাত্রাবাস; যার একটি আছে শহরের ইসলামপুরে এবং আরেকটি বিশ্ববিদ্যালয়ের কাছে আশরতপুর এলাকায়। এছাড়াও একটি মাজন কোম্পানির নাম দেখেছি 'আল্লাহর দান মাজন কোম্পানি'।
যারা এরূপ নাম দিয়ে ব্যবসা প্রতিষ্ঠান চালু করেন তারা সাধারণত ভেবে থাকেন যে, এতে আল্লাহর রহমত থাকবে ওই প্রতিষ্ঠানের উপর। কিন্তু এটা করা ঠিক হবে না; কেন ঠিক হবে না তা আমি এখন ব্যাখ্যা করবো—
তারা আল্লাহর প্রতি ভক্তি শ্রদ্ধা দেখাতে গিয়ে এটা করে থাকেন, কিন্তু তাদের নিজেদের অজান্তেই এর একটা উল্টো ফল হয়ে বসে থাকে। তা হলো— তারা যখন ভাড়া আদায়ের রশিদ দেন তাতে সেই নাম লেখা থাকে, সেই রশিদ যখন ছেলেরা মেস ছেড়ে আসার সময় ঘর ঝাড়ু দিয়ে ফেলে দেয় তা নোংরা-অপবিত্র জায়গায় পড়ে থাকে। এতে আল্লাহর নামের অবমাননা করা হয়ে যায়। এমনিভাবে এরূপ নামধারী বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের ক্যাশ-ম্যামোর ক্ষেত্রেও একই ঘটনা ঘটে থাকে। তাই যেসকল ব্যবসায়ী ভাইয়েরা এরূপ কাজ করেছেন তাদেরকে বিষয়টি সংশোধন করার আহবান জানাচ্ছি।
এছাড়াও দেখেছি 'আল্লাহর দান মাজন কোম্পানি'র মাজনের প্যাকেটের মাজন শেষ হওয়ার পর সেই প্যাকেটেরও একই অবস্থা। আমি নিজে দুইদিন সেই প্যাকেট ভালো জায়গায় তুলে রেখেছি, কিন্তু আমি কিংবা গ্রাহকরা তো এটা করার দায়িত্ব নেই নাই। আর সব মানুষ তো আমার মতো করে বিষয়টি অনুধাবন করতে পারে না। আর পারলেও এসব প্যাকেট ভালো স্থানে সংরক্ষণ করা কাজটা অহেতুক ও হাস্যকর হবে; বরং মাজন কোম্পানির উচিৎ হবে এই নাম পরিবর্তন করা।
যেহেতু না বুঝে বা ঠিকমতো দূরদর্শী চিন্তা না করার ফলে এমনটা হয়ে গেছে এ নিয়ে দোষের কিছু নেই, কিন্তু এখন যখন বিষয়টি বুঝলেন এখন এর সমাধানের পদক্ষেপ নিন।
ভালো থাকুন | School of Awareness
No comments:
Post a Comment